View Question 2679 views

Subject : রাস্তা নির্মান ও বিদ্যুৎ প্রসঙ্গে

Avatar

Written By : সানবীর আহাম্মেদ

 স্যার

আসসালামু আলাইকুম, আমাদের বাড়ি ৪নং কাচিয়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ড এর ২নং গ্যাস কুপের কাছে । আমাদের চলাচলের প্রধান রাস্তা টি   এখন ও  মাটির।বর্ষার মৌসুমে  চলাচলের অনুপযোগী হয়ে যায়।অামাদের আরেক টি  প্রধান সমস্যা হল বিদ্যুৎ।আমাদের গ্রাম এখন  ও বিদ্যুৎ বিচ্ছিন্ন। আপনার কাছে আমাদের গ্রাম এর প্রশ্ন হল কবে আমাদের রাস্তা হবে ও  আমরা বিদ্যুৎ  এর সুবিধা পাব।

বিনীত,

২নং  ওয়ার্ড এর এলাকাবাসীর পক্ষ থেকে।

Avatar

Written By : Ali Azam -আলী আজম

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নিজ নিজ এলাকার ভোটারদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্যগণ। এবার ভোলার এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম। প্রশ্নটি করেন কাচিয়া ইউনিয়নের সানবীর আহাম্মেদ। তার প্রশ্নটি ছিল কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাস্তা নির্মান ও বিদ্যুৎ প্রসঙ্গে।

এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর উত্তর দেন।

এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শফিকুল গনি আসিফ।