View Question 3133 views
Subject : সরকারি পলিটেকনিক কলেজ এর হল প্রসঙ্গে।
Written By : Fahad Ahamed
আমি ফাহাদ আহমেদ। পৌর ০৫ নং ওয়ার্ড শান্তি পাড়া বোরহানউদ্দিন, ভোলা।
প্রিয় নেতা, অাপনি ভোলা-০২ এর সংসদ সদস্য হওয়ার পর থেকে ভোলা-০২ এর অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করন ও ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছেন। অাপনি জানেন অাপনার নির্বাচনি এলাকায় ভোলায় একমাত্র সরকারি পলিটেকনিকাল কলেজ অবস্হিত। এই প্রতিষ্ঠানের কোন হল না থাকায় বিভিন্ন জেলা থেকে অাগত শিক্ষার্থীদের থাকতে যেমন অসুবিধা হচ্ছে এবং তারা বিভিন্ন ম্যাচে প্রতিষ্ঠানিক অভিবাভক ছাড়া থাকার কারনে অনেক অপ্রীতিকার ঘটনা-ও ঘটছে। অাপনি কি এই প্রতিষ্ঠানটির হলের ব্যাবস্হা করবেন?
Written By : Ali Azam -আলী আজম
আমার এমপি ডট কমের মাধ্যমে ভোলায় সরকারি পলিটেকনিক কলেজ এর হোস্টেল নির্মাণ প্রসঙ্গে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম। প্রশ্নটি করেন ফাহাদ আহমেদ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর জবাব দেন।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শফিকুল গনি আসিফ।