View Question 4696 views
Subject : দৌলতখানে মেঘনা নদী ভাঙ্গন রোধে ব্লক স্থাপন প্রসঙ্গে।
Written By : Mamun ar rashid
মাননীয় সাংসদ ও ভোলা-২ অভিভাবক, আপনার নির্বাচনী এলাকা দৌলতখান উপজেলার মেঘনা পারের মানুষগুলো খুবই অসহায় ভাবে জীবন যাপন করছে। বর্ষা মৌসুম আসলেই সেখানকার মানুষের বসত ভিটে হারানোর আত্ম চিৎকার শুনা যায়। প্রতি বর্ষার মৌসুমে মাইলকে মাইল বসত ভিটে সহ আবাধি জমি নদী গর্ভে নিমজ্জিত হচ্ছে। এতে করে বাংলাদেশের মানচিত্র থেকে দৌলতখানের শত শত বছরের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে....!!! হারিয়ে যাচ্ছে মানুষের বসত ভিটে.....!!!! হারিয়ে যাচ্ছে দৌলতখানের রাজনৈতিক পটভূমি....!!!! বিগত বছর গুলোতে দৌলতখানবাসী ব্লকের ব্যাপারে শুধু আশ্বাসের বানীই শুনে এসেছে কিন্তুু ব্লকের কাজ কিছুই হয়নি...!!! দৌলতখানবাসী আপনার দিকে তাকিয়ে আছে। মেঘনা ভাঙ্গন রোধ প্রকল্পে আপনার কোন পদক্ষেপ চলমান আছে কি....?
বিনীত
দৌলতখান বাসীর পক্ষ থেকে
মো:মামুনুর রশিদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
Written By : Ali Azam -আলী আজম
দৌলতখানে মেঘনা নদী ভাঙ্গন রোধে ব্লক স্থাপন প্রসঙ্গে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম।
দৌলতখানবাসীর পক্ষে প্রশ্নটি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ মামুনুর রশিদ । এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর জবাব দেন।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের ভোলা-২ আসনের এ্যাম্বেসেডর শফিকুল গনি আসিফ।