View Question 3185 views

Subject : ঢাকায় অবস্থিত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও সহযোগিতায় ভূমিকা।

Avatar

Written By : Md Nazim Uddin Faraji

মাননীয় সংসদ সদস্য জনাব আলী আজম মুকুল ।

প্রথমে আপনার প্রতি সালাম ও শুভেচ্ছা রইল। আপনার মত একজন সৎ সাহসী ও গনবান্ধব নেতা পেয়ে আমরা গর্বিত। জানামতে আপনি এলাকার স্কুল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের  প্রতি অনেক আন্তরিক ও সহযোগিতাশীল যা আমাদের জন্য সত্যি  অনেক আনন্দের ও গর্বের। 

বর্তমানে আপনার সংসদীয় আসন(ভোলা-২)  বোরহানউদ্দিন ও দৌলতখান এর কয়েক হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ  ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল ও সরকারি কলেজ গুলোতে অধ্যয়নরত আছে যা আপনার সংসদীয় আসনের জন্য ভবিষ্যতের  সবচেয়ে বড় সম্পদ।

দূরদর্শী  একজন নেতা হিসেবে আমার এমপি এর এম্বাসেডর এর  মাধ্যমে আপনার  কাছে আমি বিনীত ভাবে জানতে চাই ঢাকায় অবস্থিত বর্তমান শিক্ষার্থী দের সাথে যোগাযোগ বৃদ্ধিতে এম পি হিসেবে আপনার ভূমিকা কি এবং তাদের যে কোন  সাহায্য সহযোগিতায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? 

আপনার অনাগত দিনগুলো অনেক বেশি সুন্দর ও সাফল্যমন্ডিত হোক এই প্রত্যাশা। 

আপনার একান্ত বাধ্যগত

নাজিম উদ্দিন ফরাজি

সভাপতি , দ্বীপ (ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভোলা জেলা শিক্ষার্থীদের সংগঠন) ।  

Avatar

Written By : Ali Azam -আলী আজম

Public

ঢাকায় অবস্থিত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও সহযোগিতা প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন নাজিম উদ্দিন ফরাজি। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর জবাব দেন।