প্রিয় অভিভাবক ভোলা-২,মানুষ এর পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য অন্যতম ,যা নিশ্চিত করার প্রতিশ্রুতি আওয়ামীলীগ সরকার দিয়ে আসছে ।কিন্তু আমাদের ৯ টি ইউনিয়ন প্রায় ২৪৪১৩৭ জন মানুষ এর জন্য একটি মাত্র সরকারি হাসপাতাল।প্রিয় নেতা এই হাসপাতালে ডাক্তার সংকট তীব্র,যারা আছেন তারা হাসপাতাল থেকে নিজ চেম্বারেই বেশি সময় দেন। হাসতাপাল এর পরিবেশ আর একজন রুগী কে অসুস্থ করে দেওয়ার মত। জরুরী বিভাগ থাকে প্রায় সব সময় ডাক্তার শূন্য। তার উপর আছে রিপ্রেজেন্টেটিবদের দৌরাত্য। তারা ডাক্তারদের দিয়ে নিজ প্রতিষ্ঠানের ঔষধ লেখাতে বাধ্য করে হোক তা নিম্ন মানের! সব মিলে হ-য-ব-র-ল অবস্থা। প্রিয় নেতা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি করে যেমন আপনি বোরহানউদ্দিন এর শিক্ষানুরাগী মানুষ এর অন্তরে অবস্থান তৈ্রী করেছেন,আমরা আশা করি এই অঞ্চলের দরিদ্র মানুষ কথা চিন্তা করে আপনি হাসপাতাল সেবার মান উন্নয়ন করবেন। কেননা কিছু কাজ অসাধারণ দের দ্বারা ই সম্ভব, গতানুগতিক দের দিয়ে নয় । সব শেষে আপনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করছি।
Whoops, looks like something went wrong.
1/1ErrorException in Filesystem.php line 111:file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/9fceeca85f1534f0f009b34c0bdd011368619fa0): failed to open stream: No space left on device