View Question 2317 views

Subject : ভোলার তরুণ্যের সম্পদ ফ্রিল্যান্সাদের প্রাণের দাবি ইন্টারনেট সংযোগ প্রদান প্রসঙ্গে

Avatar

Written By : Hablu

মাননীয় এমপি মহোদয়,

মাননীয় সরকারের নির্বাচনী ইশতেহারের মধ্যে একটি ছিল বাংলার প্রতিটি জেলায় ইন্টারনেট সংযোগ পৌছানো। কিন্তু আমাদের ভোলাবাসী তরুণ ফ্রিল্যান্সারদের কী অপরাধ তা আমরা জানি না। আমরাই বাংলাদেশের একমাত্র জেলা হিসেবে আছি যারা এখন পর্যন্ত ইন্টারনেট সংযোগ পাইনি, আর পাব কি’না তার ও নিশ্চয়তা নেই। তথ্য যোগাযোগ প্রযুক্তির এই যুগে বাংলাদেশ সহ সারা বিশ্বে যখন প্রযুক্তির জয় জয়কর এবং আউটসোসিং ও ফ্রিল্যান্সিং জগতটা যখন তরুণদের নিয়ন্ত্রনে তখন আমরা ভোলার তরণরা পিছিয়ে আছে ইন্টারনেট সংযোগের করণে। তাহলে কী আমাদের ভোলা তরুণদের স্বপ্ন খচিত সেই ফ্রিল্যান্সিং করার ইচ্ছেটাই কী আপরাধ নাকি আমাদের উপর ত্রাস। মাননীয় সংসদ সদস্য আমি আপনার মাধ্যমে ভোলার স্বপ্নকামি ও উঠতি তরুণ্য, ফ্রিল্যান্সারদের পক্ষে হতে মাননীয় সরকারের কাছে জানতে চাই আমাদের উপর এই ত্রাস আর কত দিনের, আমাদের সেই স্বপ্নখচিত ফ্রিল্যান্সিং পেশার একমাত্র বাধা ইন্টারনেট সংযোগ ভোলায় পৌছাতে আর কত কাল লাগবে।

ভোলার ফ্রিল্যান্সারদের পক্ষে,

মো: জিহাদুল ইসলাম

অনার্স ২য় বর্ষ, বাংলা

ভোলা সরকারি কলেজ, ভোলা।