View Question 2272 views

Subject : কুঞ্জেরহাট দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন প্রসঙ্গে ।

Avatar

Written By : MD. Jahidul Alam Rasel

প্রিয় নেতা আসসালামু আলাইকুম,প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই কারন দ্রুত সময়ের মধ্যে আপনি বোরহানিউদ্দিন ও দৌলতখান এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরন করেছেন।কুঞ্জেরহাট দাখিল মাদ্রাসা, ৭নং ওয়ার্ড, ৪নং কাচিয়া ইউনিয়ন এর এই মাদ্রাসা টি এই অঞ্চল এর শিক্ষা প্রসার ও ছেলে মেয়েদের শিক্ষিত ভাবে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখছে কিন্তু পরিতাপ এর বিষয় এই প্রতিষ্ঠান টির কোন একাডেমীক ভবন ই নাই। প্রিয় অভিভাবক ভোলা -২ এই প্রতিষ্ঠান টির অবকাঠামো উন্নয়নে আপনি কি কোন পদক্ষেপ নিবেন এলাকার সকলের পক্ষে জানতে চাই। অনুরোধক্রমে মো.জাহিদুল আলম রাসেল ৭নং ওয়ার্ড, ৪নং কাচিয়া ইউনিয়ন।