View Question 2011 views

Subject : রাস্তা পাকা করন প্রসংঙ্গে

Avatar

Written By : MD TAREAK

মাননীয় সংসদ

আমি বোরহানউদ্দিন থানার অন্তর্গত,৪ নং কাচিয়া ইউনিয়নের,২ নং ওয়ার্ডের বাসিন্দা। মাননীয় সংসদ আমাদের ২ নং ওয়ার্ডের পাটওয়াড়ি বাড়ি সংলগ্ন রাস্তাটি আদৌ পর্যন্ত কাচা এবং এর খুবই বেহাল দশা, যা বর্ষাকালে চলাচলের সম্পুর্ন অনুপযোগী হয়ে পড়ে।এলাকাবাসির দির্ঘদিনের দাবি রাস্তাটি পাকা হোক। বিষয়টি এ পর্যন্ত কারো সুনজরে আসেনি। আশা করি বিষয়টি আপনি সুনজরে নিবেন। রাস্তাুটি নির্মানের ব্যবস্থা করলে এলাকার জনগন উপকৃত হবে এবং আপনাকে সারাজীবন কৃতজ্ঞ চিত্তে মনে রাখবে। এলাকাবাসির পক্ষ থেকে রাস্তাটি নির্মানের জন্য আপনার নিকট আবেদন রাখলাম।

এলাকাবাসির পক্ষ থেকে,

মোঃসাইফুল ইসলাম তারেক

দ্বাদশ শ্রেনী

আব্দুল জব্বার সরকারি কলেজ

01799050680