View Question 2036 views

Subject : বিষয়: রাস্তা সংরক্ষণ করার আনেদন।

Avatar

Written By : Md Riazuddin

জনাব

আসসালামুআলাইকুম স্যার, আমি আপনার আসনের বোরহানউদ্দিন উপজেলার  বড়মানিকা ইউনিয়নের বাটামারা বড়বাড়ির এলাকা বাসির পক্ষ থেকে বলসি, স্যার আমাদের এলাকাটা হলো ঘনবসতি এখানে প্রায় ২০০০লোক বসবাস করে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ২টি মসজিদ ১টি মাদ্রাসা   দং বাটামারা বড়বাড়ির রাস্তার মাথা থেকে     পক্ষিয়া নতুন বাজার পযন্ত কাচা রাস্তা।বষা হলে কাদায় হাটা যায়না রাস্তা দিয়ে স্কুল মাদ্রাসায় ছেলে মেয়েরা জাইতে পারেনা  মসজিদে জাওয়া তখন সম্বভ হয়না বাজারে জাওয়াতাও এমতো অবস্থা চলাচল     খুবই কষ্টের মানুষ  ঘরমুহি হয়ে জায়..

অতএব, জনাবের নিকট আকুল আবেদন আমাদের এলাকার রাস্তাটি পাকা করে দিয়ে একান্ত আপনার কাম্য

 ইতি, 

এলাকাবাসির পক্ষে

  মোঃ রিয়াজউদ্দিন

দংবাটামারা বড়মানিকা বড়াবাড়ি ৮নং ওয়াড

মোবাইল :০১৬১১৪৫৪৪০৫