Ambassador
View Question 2713 views
Subject : লালমোহনের মাদক নির্মূল প্রসঙ্গে...
Written By : saiful islam
প্রিয় সাংসদ দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়, প্রথমে আমার সালাম নিবেন আশা করি ভালো আছেন। আপনি সর্বদা ভালো থাকেন এই কামনা করি। আমি আপনার নির্বাচনি এলাকা লালমোহনের একজন নাগরিক। লালমোহন বাসির পক্ষ থেকে আপনার কাছে জানতে চাই লালমোহনের মাদক নিয়ন্ত্রন এবং দূরিকরনে আপনার কোনো পরিকল্পনা চলমান বা অপেক্ষমান আছে কিনা?
ধন্যবাদ।
Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী
ভোলার লালমোহনে মাদক নির্মূল প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাব দিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী।প্রশ্নটি করেন লালমোহনের নাগরিক সাইফুল ইসলাম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবি চৌধুরী এর জবাব দেন।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ।