View Question 2694 views

Subject : সড়ক দূর্ঘটনা এড়াতে ভাড়ায় চালিত হোন্ডা ড্রাইভারদের হ্যালমেট ব্যাবহার প্রসঙ্গে...

Avatar

Written By : Alauddin Al Nur Patoary

মাননীয় এমপি মহোদয়

আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন। আপনি সর্বদা ভালো থাকেন এই কামনা করি।

আমি আপনার নির্বাচনি এলাকা লালমোহনের একজন স্থায়ী বাসিন্দা। আমি লালমোহন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করতেছি। মাননীয় এমপি মহোদয় আপনার সঠিক নেতৃ্ত্বে লালমোহন উপজেলা ছাত্রলীগ আজ সুসংগঠিত। আপনি নির্বাচিত হওয়ার পর থেকে সাধারন মানুষের ভাগ্য পরিবর্তনে অনেক উন্নয়ন করেছেন। আপনার মতো একজন ডিজিটাল নেতা পেয়ে আমরা গর্ববোধ করি। মাননীয় এমপি মহোদয় আমাদের লালমোহন উপজেলা একটি জনবহুল এলাকা। ইদানীং লালমোহনে সড়ক দূর্ঘটনার হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সড়ক দূর্ঘটনার কবলে পড়ে অনেক কে প্রান দিতে হয়েছে। বিশেষ করে মটর সাইকেল দূর্ঘটনা এর মধ্যে উল্লেখযোগ্য। ভাড়ায় চালিত মটর সাইকেল ড্রাইভারদের হেলমেট ব্যাবহার না করা, এমন অনেক অসচেতনতার কারনে দূর্ঘটনা গুলো ঘটে থাকে। মাননীয় এমপি মহোদয় আপনার কাছে আমার প্রশ্ন, লালমোহন বাসির পক্ষ থেকে আপনার কাছে আমি জানতে চাই লালমোহনের সড়ক দূর্ঘটনা নিরসনে আপনার কোনো পদক্ষেপ আছে কি না?

বিনীত,

আপনার গুনমূগ্ধ

আলাউদ্দিন আল-নূর পাটওয়ারী।

সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ লালমোহন উপজেলা শাখা।

Avatar

Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী

Public

সড়ক দূর্ঘটনা এড়াতে ভাড়ায় চালিত মোটরবাইক ড্রাইভারদের হ্যালমেট ব্যবহার প্রসঙ্গে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী। প্রশ্নটি করেন বাংলাদেশ ছাত্রলীগ লালমোহন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল নূর পাটোয়ারী। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের ভোলা-৩ আসনের এ্যাম্বেসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ।