View Question 2774 views

Subject : লালমোহন পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে ...

Avatar

Written By : sabbir hossain

মাননীয় এমপি মহোদয় আসসালামু আলাইকুম।

লালমোহন বাসির পক্ষ থেকে আপনার প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা।

আমি লালমোহন পৌরসভার একজন নাগরিক। আপনি লালমোহনে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক নির্মানের মাধ্যমে এখানকার মানুষকে তথ্য প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যেতে সহযোগীতা করেছেন। এছাড়া এখানকার হতদরিদ্র সকল পেশার মানুষের জন্য বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণের যে ব্যাবস্থা করে দিয়েছেন সত্যিই তা আমাদের কাছে অকল্পনীয় আমরা কখনো ভাবতেই পারিনি যে আমরা এই দ্বীপ এলাকা লালমোহন ও তজুমদ্দিনের মানুষ কখনো সম্পূর্ন ফ্রিতে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে পারবো। সেই সুযোগ আপনি আমাদের জন্য করে দিয়েছেন। আমরা আপনাকে কখনো আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে দিবোনা। মাননীয় এমপি মহোদয় আমি আপনার কাছে জানতে চাই আমাদের লালমোহন পৌরসভার উন্নয়নে আপনার পরবর্তী কোনো পদক্ষেপ আছে কিনা ? এবং এখানকার উন্নয়ন কাজের জন্য ইতোমধ্যে কোনো বড় ধরনের বাজেট আছে কিনা?

বিনীত,

আপনার গুনমূগ্ধ

সাব্বির হোসেন

Avatar

Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী

Public

লালমোহন পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী। প্রশ্নটি করেন  ঐ এলাকার নাগরিক সাব্বির হোসেন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন।   এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন  আমার এমপি ডট কমের ভোলা-৩ আসনের এ্যাম্বেসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ।