Ambassador
View Question 2811 views
Subject : হতদরিদ্র ভিটে মাটি হারা রিকশাচালক মুনাফ মিয়াকে সরকারি সহায়তা প্রসঙ্গে ...
Written By : RIAZ UDDIN SHARIF
মাননীয় এমপি মহোদয়, সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আপনার কাছে জানতে চাই বেশ কিছুদিন ধরে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত মেঘনার কড়াল গ্রাসে ভিটেমাটি হারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শম্ভুপুর ৬নং ওয়ার্ডের হত দরিদ্র রিকশা চালক আব্দুল মুনাফ মিয়াকে আর্থিক ও সরকারি কোনো সহায়তা দেওয়া হবে কি?
বিনীত, রিয়াজ উদ্দিন শরিফ। সাধারন সম্পাদক, চাঁচড়া ইউনিয়ন ছাত্রলীগ।
Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী
মেঘনার কড়াল গ্রাসে ভিটেমাটি হারা ৭৫ বছর বয়সের হতদরিদ্র রিকশাচালক আব্দুল মুনাফ কে সরকারি সহায়তা প্রসঙ্গে করা প্রশ্নের উত্তর দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। প্রশ্নটি করেন চাঁচড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন শরিফ। আব্দুল মুনাফ কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে আমার এমপি ডট কম ভোলা-৩ আসনের এ্যাম্বেসেডর তাৎক্ষণিকভাবে শম্ভুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল মুনাফের বাড়িতে গিয়ে যোগাযোগ করেন এবং এ বিষয়ে এমপি নুরুন্নবী চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। উঃ টি সংগ্রহ করেন ভোলা-৩ আসনের এ্যাম্বেসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম।