View Question 2773 views

Subject : লালমোহনে খাল ড্রেজিং করা প্রসঙ্গে

Avatar

Written By : maksud alam imon

মাননীয় এমপি মহোদয় সালাম নিবেন। আপনার কাছে জানতে চাই লালমোহনের লঞ্চঘাটের খাল ড্রেজিং করার কোনো পরিকল্পনা আছে কি না? +

বিনীত

মাকসুদ আলম ঈমন

Avatar

Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী

Public

ভোলার লালমোহনে খাল ড্রেজিং করা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। প্রশ্নটি করেন ঐ এলাকার মাকসুদ আলম ঈমন।এক অডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন ভোলা-৩ আসনের এ্যাম্বেসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম।