Ambassador
View Question 2712 views
Subject : জয় ডিজিটাল পার্কের মতো দৃষ্টিনন্দন আরো কিছু করার পরিকল্পনা প্রসঙ্গে...
Written By : md sohel
প্রিয় নেতা সালাম নিবেন।
আমি লালমোহন উপজেলার একজন বাসিন্দা। আমি ঢাকাতে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনার কাছে জানতে চাই আমাদের লালমোহনে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের মতো লালমোহনে এরকম দৃষ্টিনন্দন আরো কিছু করার পরিকল্পনা আছে কিনা?
বিনীত
মোঃ সোহেল।
Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী
আমার এমপি ডট কমের মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। লালমোহনে জয় ডিজিটাল পার্কের মতো দৃষ্টিনন্দন আরো কিছু করার পরিকল্পনা প্রসঙ্গে প্রশ্নটি করেন মোঃ সোহেল। অডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এ্যাম্বেসেডর সাদির হোসেন রাহিম এবং নজরুল ইসলাম শুভরাজ।