Ambassador
View Question 3447 views
Subject : অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে...
Written By : Murtoja Sajib
ভাই প্রথমে সালাম গ্রহন করবেন ।
আমি আপনার একজন সাধারন কর্মি এবং উপজেলা ছাত্রলীগের রাজনিতীর সাথে সরাসরি সম্পৃক্ত। ভাই আমার প্রশ্ন হল আপনি সর্বদা জনগনের কল্যান এবং এই অবহেলিত জনপথের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।আপনার এই সময়ে ব্যাপক উন্নয়ন সাধিত হওয়ার পরেও আপনার নির্বাচনী এলাকার কিছু অবকাঠামো যেমন রাস্তা,ব্রীজ এর দরকার।এসব অবকাঠামোর উন্নয়নের বিষয়ে আপনার করনীয় ও পদক্ষেপ সম্পর্কে জানতে চাই।
বিনীত,
মূর্তজা সজিব
সিনিয়র সহ সভাপতি লালমোহন উপজেলা ছাত্রলীগ।
Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী
আমার এমপি ডট কমের মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড প্রসঙ্গে প্রশ্নটি করেন লালমোহন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মূর্তজা সজিব। অডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এ্যাম্বেসেডর সাদির রহিম এবং নজরুল ইসলাম শুভরাজ।