View Question 3679 views

Subject : তজুমদ্দিনের উন্নয়নমুলক দুইটি প্রশ্ন।

Avatar

Written By : MD Noor Nabi

আসসালামু আলাইকুম, 

স্যার, 

আপনি ইতিমধ্যে তজুমদ্দিনে একটি ডিজিটাল পার্ক করার ঘোষনা দিয়েছেন এজন্য আপনাকে  ধন্যবাদ। যা তজুনদ্দিন ডাক বাংলো সংলগ্ন মাঠকে কেন্দ্র করে নির্মান করার প্রস্তাব করছি।

পাশাপাশি, এর আগে উপজেলার একমাত্র খেলার মাঠটি অসমতল ও অনুপযোগী গ্যালারী সংস্কার ও পুনঃনির্মান করা জরুরী। এ বিষয়ে আপনার কী উদ্যোগ রয়েছে, প্লীজ। 

আমার ২য় প্রশ্ন হচ্ছে, 

তজুমদ্দিনকে পৌরসভা করার আপনার কী কোন পরিকল্পনা আছে? থাকলে কবে নাগাদ তা বাস্তবায়ন হবে? 

ধন্যবাদ আপনাকে। 

এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক, তজুমদ্দিন প্রেসক্লাব।

০১৭১১-৪৫৭ ৮০৫ 

Avatar

Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী

Public

তজুমদ্দিনের দুইটি উন্নয়ন মূলক প্রশ্নের উত্তর দিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। প্রশ্নটি করেন তজুমদ্দিন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম নূরুন্নবী।

 

উত্তরটি সংগ্রহ করেন এ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ