View Question 3072 views

Subject : তজুমদ্দিন বাজারে জলাবদ্ধতা প্রসঙ্গে...

Avatar

Written By : Tuhin Talukder

প্রিয় নেতা, সালাম নিবেন। তজুমদ্দিন উপজেলার মেইন বাজারটি অল্প বৃষ্টি হলেই বাজারের মধ্যে জলাবদ্ধতা দেখা দেয়। এতে সাধারন মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হয়। এর আগেও আমি এই বিষয়টি মৌখিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করেছিলাম কিন্তু কোন সুফল পাইনি। মাননীয় এমপি মহোদয় আপনার দৃষ্টি আকর্ষন করছি আপনার নির্বাচনী এলাকার তজুমদ্দিন সদরের বাজারটিকে জলাবদ্ধতা, পরিষ্কার ও পরিছন্ন করে দেওয়ার ব্যবস্থা করলে আপনার কাছে কৃতজ্ঞ থাকবে সাধারণ জনগণ।। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তুহিন তালুকদার তজুমদ্দিন উপজেলা ০১৭১২২৬১২৫৬

Avatar

Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী

Public

তজুমদ্দিন বাজারে জলাবদ্ধতা প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। আমার এমপি ডট কমের মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন তুহিন তালুকদার । এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নূরুন্নবী চৌধুরী এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর সাদির রাহিম এবং নজরুল ইসলাম শুভরাজ।