Ambassador
View Question 3113 views
Subject : দেবিরচর বাজার ডিসি রোড থকে রহিম উদ্দিন হাওলাদার বাড়ি হয়ে সোজা বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা প্রসঙ্গে
Written By : AmarMP Admin
প্রিয় নেতা সালাম নিবেন। আমি আপনার নির্বাচনি এলাকা লালমোহনের একজন স্থায়ী বাসিন্দা। আপনি ইতোমধ্যে অবগত আছেন যে আমাদের এলাকার দেবিরচর বাজার ডিসি রোড থকে রহিম উদ্দিন হাওলাদার বাড়ি হয়ে সোজা বেড়িবাঁধ পর্যন্ত রাস্তাটি কাঁচা হওয়ায় এখানকার মানুষকে এই পথ দিয়ে যাতায়াত করতে অনেক ভোগান্তির স্বীকার হতে হয়। আপনার কাছে জানতে চাই এই রাস্তাটি পাঁকা করার জন্য আপনি কোনো ব্যাবস্থা গ্রহন করবেন কিনা...?
বিনিত,
মাসুদ পারভেজ
(প্রশ্নের উঃ টি সংগ্রহ করেন ভোলা-৩ আসনের এ্যাম্বেসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ)
Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী