View Question 2169 views

Subject : থানাতে সালিশ বৈঠকের নামে সাধারণ মানুষকে হয়রানি প্রসঙ্গে..

Avatar

Written By : Amar MP Team

প্রশ্নকারী: আলাউদ্দিন আল নুর পাটোয়ারি।

ভাই আমি আলাউদ্দিন আল-নূর পাটওয়ারী সাবেক সরকারি শাহবাজপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলাম ও বর্তমানে লালমোহন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসিতেছি আমাদের লালমোহন থানায় শালিশ বৈঠকের নামে মানুষকে হয়রানি করে আসিতেছে প্রতি তারিখে প্রতি পক্ষ ১০০০ টাকা করে থানার দ্বায়িত্ব প্রাপ্ত এসআই কে দিতে হয়। টাকা আগে গ্রামের শালিশ কে দিলে চলতো এখন দুই জায়গায় ১ হাজার করে ২ হাজার টাকা দিতে হয়। এসব কারণে স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান মেম্বার দের মানহানি হয় অতএব এমতো অবস্থাতে আমাদেরকে মুক্তি দিন আমাদের গ্রামের শালিশ গ্রামের ফিরিয়ে দিন।