View Question 1922 views

Subject : চিংড়ি বাগদা রেনু পোনার অবৈধ ব্যাবসা

Avatar

Written By : Amar MP Team

প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক।


মাননীয় এমপি মহোদয় সালাম নিবেন। তজুমদ্দিনের মেঘনা নদীতে মৎস্য অফিস কোস্টগার্ড সহ অন্যান্য প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে চিংড়ি বাগদা রেনু পোনার অবৈধ ব্যাবসা। এসব মাছ ধরার জন্য কাজে লাগানো হচ্ছে ছোট ছোট কোমলমতি শিশুদের। এতে করে প্রায় ৭০ প্রজাতির মাছ নষ্ট হচ্ছে। এক শ্রেনীর অসাধু চক্র মৎস্য অফিস ও প্রশাসন ম্যানেজ করে এসব কার্যক্রম চালাচ্ছে। উক্ত বিষয়ে আপনার পদক্ষেপ কামনা করছি...