View Question 1757 views

Subject : জন্মনিবন্ধন কার্ডের ব্যাপারে

Avatar

Written By : Boshir

আমার আপন ভাতিজি বিশ বছর বয়সের চাকুরির ব্যাপারে জন্মনিবন্ধন কার্ড প্রয়জন হয় তখন আমি নিজ আমার ইউনিয়নপরিষদ ১নং বদরপুর ইউনিয়নপরিষদে যাই আমার থেকে জন্মনিবন্ধন কার্ড বাবদ ১৯০ টাকা চায় অনেক কাকুতি মিনতিকরেও ১৭০/ টাকা দিতে হয়েছে এবং আমি সরকারি রসিদ চেয়েছিলাম আমাকে তাও দেয়নায় এবং ১নং বদরপুর ইউনিয়ন ৬/নং আবু চোকিদার বাসার হোল্ডিং বাবদ ১৫০/ টাকা নিয়েছে তারপর আমি ইউনিয়ন চেয়ারম্যান সাহেব এ ঘটনা জানাই তিনি ও এই কথা ই আমাকে বলেলন আমি জানতে পেরেছি এলাকার সকল মানুষের থেকে একটি জন্মনিবন্ধন কার্ডের জন্য ১৯০/ টাকা আদায় করে নেয় আর বাসার হোল্ডিং নাম্বার বাবদ ১৫০/ টাকা আদায় করে তাই আমার এই অভিযোগ টি তন্দত করে দেখার অনুরোধ করছি