বিষয়ঃ মৌলিক সাক্ষরতা প্রকল্পে শিক্ষক নিয়োগে অবৈধ লেনদেন ও অনিয়মের কারনে নিয়োগ বাতিল পূর্বক, পুনঃ নিয়োগের ব্যবস্থা প্রসঙ্গে.
জনাব
বিনীত নিবেদন এই যে, তজুমদ্দিন উপজেলার পাঁচটি ইউনিয়নে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে ৩০০ টি কেন্দ্র স্থাপন পূর্বক প্রায় ছয় শত শিক্ষক নিয়োগ করার নামে নিয়োগ বাণিজ্য করিয়া উপজেলা ও ইউনিয়ন সুপারভাইজারদের মাধ্যমে প্রায় পনের লাখ টাকা হাতিয়ে নিয়েছে ভোলা সেবা সংঘ নামে একটি প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের দ্বায়িত্বে আছেন কথিত রতন চেয়ারম্যান। তারা শিক্ষক নিয়োগে জন প্রতি ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন। যার সকল প্রমাণ আমার কাছে আছে। ইতোমধ্যে এই অনিয়মের বিষয়ে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। অতএব, মাননীয় সংসদ সদস্যের কাছে আকুল আবেদন উক্ত বিষয়ে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আপনার মর্জি কামনা করছি.
নিবেদক
ভুক্তভোগীদের পক্ষে
মাওলানা আব্দুল মতিন
অধ্যক্ষ
চাঁচড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
মোবাইল: ০১৭৪৬০৩৪৮৯১
সদয় জ্ঞাতার্থে অনুলিপি,
১. মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।