View Question 1627 views

Subject : চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা অগ্রগতির জন্য নৌ এ্যাম্বুলেন্সের আবেদন

Avatar

Written By : Amar MP Team

প্রশ্নকারী: মোঃ নুরনবী।
তারিখ: ১০-০৬-২০১৯
 
বিষয়: চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা অগ্রগতির জন্য নৌ এ্যাম্বুলেন্সের আবেদন
 
মাননীয় এমপি মহোদয় সালাম নিবেন। আমি আপনার নির্বাচনি এলাকা তজুমদ্দিন উপজেলার  চর শাওনের একজন বাসিন্দা। আমরা চরাঞ্চলের লোকেরা প্রতিনিয়ত ঝড় বন্যা ও দূর্যোগের সাথে লড়াই করে টিকে থাকতে হয়। আপনি নির্বাচিত হওয়ার পর আমরা চরের মানুষ বিএনপির  সন্ত্রাসী ও লুটেরাদের হাত থেকে রেহাই পেয়েছি। সরকারি অনুদানে বসত ঘর সহ অনেক সুযোগ সুবিদা পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা চরের মানুষ  চিকিৎসা সেবা থেকে অনেক পিছিয়ে আছি। কিছুদিন পূর্বে আমার এক আত্মীয় প্রেগনেন্সী ডেলিভারী জনিত কারণে হটাৎ অসুস্থ্য হয়ে পরলে তাকে আমরা সঠিক সময়ে হাসপাতালে নিতে পারিনি পরবর্তীতে কোনো উপায় খুঁজে না পেয়ে  তাকে গ্রাম্য মহিলাদের সাহায্যে অনিরাপদ ভাবে বাচ্চা প্রসব করতে হয়। এতে বাচ্চা ও বাচ্চার মা খুব অসুস্থ্য হয়ে পরে। এ সমস্যার মূল কারণ হলো অতি দ্রুত  এখান থেকে সঠিক সময়ে নদী পথে হাসপাতালে রোগী নেওয়ার কোনো যানবাহন নেই। আমার মতো কয়েক হাজার চরবাসি কে প্রতিনিয়ত এরকম বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়।  অতএব, মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের চরের মানুষের প্রাণের দাবি আমরা যাতে অতি দ্রুত নদী পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছে সঠিক চিকিৎসা সেবা গ্রহণ করতে পারি এজন্য আমাদের কে একটি নৌ এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করে দিতে আপনার সু-দৃষ্টি কামনা করছি।
 
নিবেদক
মোঃ নূরনবী।