বিষয়: তজুমদ্দিনে উন্মুক্ত পাঠাগার স্থাপন প্রসংগে...
শ্রদ্ধেয় নেতা,
আশাকরি ভালো আছেন ,কারণ আপনার সাথে অনেক মানুষের দোয়া আছে।আমিও আপনার তজুমদ্দিন উপজেলার একজন সাধারণ নাগরিক ।আমি পড়ালেখার কারণে আজ দুই বৎসর যাবৎ চট্টগ্রামে আছি।যদিও আপনার সাথে কখনও সামনা সামনি দেখা করার সুযোগ হয়ে উঠে নাই।তবে আপনার কথা আজকে আমি যেখানে থাকি সেখানে গর্ব করে বলতে পারি আমার নেতা শাওন ভাই।জানিনা কি বলে সম্বোধন করবো তারপরও ভাই বলেই সম্বোধন করি। আসলে ভাই বর্তমানে আমার এলাকার অনেক উন্নয়ন হয়েছে ।এখন নিজ এলাকার দিকে অনেক ভালো লাগে। আর ভাই এখন আমার মনেহয় যদি তজুমদ্দিনে একটা উন্মুক্ত গ্রন্থাগার গড়ে উঠে তাহলে এলাকার যুব সমাজ কখনও নেশার জগতে যাবে না ।
অতএব,ভাই আপনি যদি আমার বিষয় টি নিয়ে যদি কোনো ব্যবস্থা নেন তাহলে আপনার নিকট খুব কৃতজ্ঞ থাকিব।