প্রশ্নকারী: মনিরুল ইসলাম হাওলাদার বরাবর আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। মাননীয় সংসদ সদস্য ১১৭ ভোলা ৩ আসন।
বিষয়ঃ নাজিরপুর লঞ্চঘাটের দুই পাশ্বে ৫০০ মিটার এলাকায় স্হায়ী প্রতিরক্ষায় ব্লক বা জিও ব্যাগ দিয়ে চলমান ভাঙ্গন রোধ করার আবেদন।
নদীর সঠিক স্রোতধারা তৈরী না করে ড্রেজিং করায় পুর্বদিক দেশকুলে নদীর স্রোতধারায় প্রতিবছর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়,, আমাদের নদীর দঃ গজারিয়া, মহিষখালী অংশ ভরাট হয়ে যাওয়ায় নদীর স্রোতধারা তৈরী হয়না,,কিন্তু গজারিয়া,মহিষখালী অংশ ড্রেজিং করে নদীর পানির স্রোতধারা তৈরী হলে এ সমস্যা থাকবে না,,,, বর্তমানে নাজিরপুর লঞ্চঘাটের দুইদিকে ৫০০ মিটার ব্লক,জিও ব্যাগ বরাদ্দে আপনার পদক্ষেপ কামনা করছি।
মোঃ মনিরুল ইসলাম হাওলাদার,নাজিরপুর,,, বদরপুর ইউনিয়ন।