View Question 1719 views

Subject : দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠ ভরাট প্রসংগে...

Avatar

Written By : Amar MP Team

মাননীয় এমপি মহোদয় সালাম নিবেন।  তজুমদ্দিন  উপজেলার দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার  মাঠটি অনেক গুরুত্বপূর্ণ একটি মাঠ। অত্র এলাকায় কেউ মারা গেলে জানাযার জন্য মাঠটি  ব্যাবহার করা হয়। প্রতিদিন বিকেল বেলা অবসর সময়ে এখানকার তরুণ সমাজ মাঠটিতে খেলাধুলা করেন। মাঠটি দীর্ঘদিন যাবৎ ভরাট না করায় মাদ্রাসার শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন মাঠটি ব্যাবহার করতে পারছেনা। এমতাবস্থায় জনস্বার্থে অতিদ্রুত  মাঠটি ভরাট করা অতীব জরুরী। মাননীয় এমপি মহোদয়ের কাছে আমি জানতে চাই উক্ত মাঠটি ভরাট করতে আপনি কোনো পদক্ষেপ নিবেন কি?

 

নিবেদক

মোঃ রাসেল

সভাপতি

ম্যানেজিং কমিটি

দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা