View Question 1847 views

Subject : রাস্তা সংস্কারের প্রসঙ্গে।

Avatar

Written By : Md obaed

ভাই  আমি ওবায়েদ ,০৮ নং রমাগঞ্জ ০৮ নং ওয়ার্ডের সাবেক সাংসদ মেজর হাফিজ এর বাড়ির সামনের রাস্তাটির বেহাল অবস্তা ছিল দীর্ঘদিন ,আপনি কিছু দিন পূর্বে ২ কিলোমিটার রাস্তা আপনি করে দিয়েছেন ,এই রাস্তা টি ৩.৫ কিরোমিটার বাকি ১.৫ কিলোমিটার রাস্তাটি মুটামুটি ভালো ছিল,বর্তমানে এই রাস্তাটিতে ট্রাক চলাচল করায় বর্তমানে বাকি ১.৫ কিলো(আজহার রোড এর পূর্ব মাথা থেকে চতলা বাজার পয্ন্ত) এখন মানুষ চলাচল করা খুব কষ্টকর হয়ে গেছে ,বাকি ১.৫ কিলো মিটার রাস্তা সংস্কার করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে ,এই রাস্তা টি সংস্কার এর জন্য আপনার একান্ত দৃষ্টি আর্কষন করছি।