View Question 5116 views

Subject : আই,সি,টি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রামের প্রতিষ্ঠানে ওয়াইফাই ইন্টারনেট সেবার ব্যবস্থা প্রসঙ্গে...

Avatar

Written By : Mahedi Hasan Lavlu

মাননীয় এমপি মহোদয়, প্রথমে আমার সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আমি আপনার নির্বাচনি এলাকা তজুমদ্দিনের একজন সাধারন নাগরিক। আমি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ প্রোগ্রামে প্রশিক্ষণরত একজন ছাত্র। আপনি আপনার নিজস্ব অর্থায়নে লালমোহন - তজুমদ্দিনের সকল নাগরিক কে বিনামূল্যে আই সি টি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছেন এজন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে কোর্স কারিকুলামের বেসিক হার্ডওয়ার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচিতি, সফটওয়্যার ইন্সটলেশন ও কম্পিউটার অপারেটিং ধারণা, মাইক্রো সফট অফিস ওয়ার্ড অপারেটিং এন্ড টাইপিং, ওয়ার্ড প্রসেসিং এন্ড বাংলা টাইপিং, ইংলিশ এন্ড বাংলা ওয়ার্ড ফরমেটিং, ব্যবহারিক ক্লাস টেস্ট, মাইক্রো সফট এক্সেল পরিচিতি ও অপারেটিং, ওয়ার্কশীট ও বিভিন্ন ফর্মূলার ব্যবহার, মাইক্রো সফট অফিস পাওয়ার পয়েন্ট অপারেটিং, স্লাইড ফরম্যাটিং ও প্রেজেন্টেশন তৈরি, মাইক্রো সফট এক্সেস পরিচিতি ও অপারেটিং এর কাজ শেখানো হয়। আমরা উক্ত কাজগুলোর পাশাপাশি ইন্টারনেটের উপর বিশেষ জ্ঞান অর্জন করতে চাই। এজন্য এ প্রতিষ্ঠানটিতে দ্রুতগতির ওয়াইফাই ইন্টারনেট সেবার প্রয়োজন। এ প্রতিষ্ঠানটিকে দ্রুতগতির ওয়াইফাই ইন্টারনেট সেবার আওতায় আনা হলে আমরা কম্পিউটারের বেসিক কাজ গুলোর পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে আয়ের উৎস হিসেবে আউটসোর্সিং এর কাজ সহ পৃথিবীর জানা অজানা সকল বিষয়ের উপর অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবো এবং আপনার এরকম একটি ডিজিটাল জনসেবা মূলক কর্মকান্ডের মধ্য দিয়ে আমাদের এ সমাজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে। সকল বেকার যুবকেরা তাদের নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করে নিতে পারবে। মাননীয় এমপি মহোদয়ের কাছে আমরা জানতে চাই, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আই সি টি প্রশিক্ষণ প্রোগ্রামের প্রতিষ্ঠানটিতে কবে নাগাদ দ্রুতগতির ওয়াইফাই নেটওয়ার্কের ব্যাবস্থা করে দেওয়া হবে? বিনীত, আপনার গুনমুগ্ধ মেহেদী হাসান লাভলু

Avatar

Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী

Public

Replied with Video by Nurunnabi Chowdhury MP. The reply has been initially by our AmarMP Ambassador. Then edited by AmarMP.com. Please see the attached.