View Question 2230 views

Subject : কোনামালঞ্চ গ্রামের ছোট্র একটি মহল্লা বিদ্যুতায়ন প্রসঙ্গে ।

Avatar

Written By : Khairul Islam

মাননীয় মন্ত্রী,

আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমি আপনার নির্বাচনী এলাকা মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের কোনামালঞ্চ গ্রামের একজন বাসিন্দা।  আপনার অসামান্য অনেক উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতায় আমাদের গ্রামের বেশীর ভাগ এলাকা আলোকিত হয় প্রায় ১২/১৩ বছর আগে। কিন্তু মানচিত্রগত সমস্যায় মোল্লাবাড়ী নামক মহল্লাটি বাদ পড়ে যায়।  এরপর গত ১২/১৩ বছরে আপনারই হাত ধরে আলোর মুখ দেখে আসে পাশের গ্রামের অসংখ্য মানুষ।  শুধু মাত্র বঞ্চিত থেকে গেছে মোল্লাবাড়ী । এ যেন আলোর মহাসাগড়ের অন্ধকারাচ্ছন্ন ব- দ্বীপ।  মানুষজন তীব্র গরমে অস্থির হয়ে যায়, কৃষক মাঠে ঠিকমতো সেচ দিতে পারে না বিদ্যুত না থাকার কারণে। হয়তো এই কথাটি আপনার কান পর‌্যন্তই পৌঁছাই নাই।  আপনি আমাদের মেলান্দহ মাদারগঞ্জ তথা জামালপুরের জন্য যা করেছেন এতে আপনার নাম চিরকার স্বর্ণাজ্ঞরে লিখা থাকবে। আপনি আমাদের অহংকার আপনি আমাদের গর্ব।

তাই মহোদয়ের নিকট আকুল আবেদন লিখাটি আপনার দৃষ্টিগোচর হলে  মোল্লাবাড়ী মহল্লা বিদ্যুতায়নের জন্য পদক্ষেপ নিবেন। আপনার সুস্বাস্থ কামনায় এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ইতি-

মোঃ খায়রুল ইললাম।

প্রেসিডেন্সি  ইউনিভার্সিটি

সিভিল ইঞ্জিনিয়ারিং।