View Question 2018 views

Subject : দড়িপাড়া বাজার থেকে গোবিন্দপুর রাস্তা পাকা করন প্রসঙ্গে

Avatar

Written By : masum dp

মহাত্মন,

আসসালামু আলাইকুম । আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার অগ্রিম শুভেচ্ছা রইল । যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক  জামালপুর-৫, সদর আসনের মাননীয় সংসদ সদস্যের কাছে  বিনীত জিজ্ঞাসা হল, সদরের ১০ নং শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া বাজার থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত আজন্ম অবহেলিত কাঁচা রাস্তাটি আদৌ কোনদিন পাকা হবে কি না ?

ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য মহোদয় কে ।