View Question 3904 views

Subject : মাদকমুক্ত তরুণ সমাজ চাই?

Avatar

Written By : Md.Ariful islam

মাননীয় এমপি মহোদয়

আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। নিম্নোক্ত কিছু বিষয়ে আপনার দৃষ্টি কামনা করছি। 

১। গোবিন্দগঞ্জ  উপজেলার তরুণরা পড়া-লেখা তেমন না করলেও মাদক সেবন করেনি এমন লোক খুজে পাওয়া অনেক কঠিন,আমি জানতে চাই এগুলো বন্ধ হবে কবে?

২। তরুণরা ভাল কাজ করুক আর না করুক মাদকের টাকার জন্য অন্যের উপর জুলুম করে,বাসা-বাড়িতে চুরি করে?থানায় গেলে তেমন কোন ব্যাবস্থা নেয় না,চুরি ডাকাতি,অন্যের উপর জুলুম কবে বন্ধ হবে?

৩।গোবিন্দগঞ্জ পৌরসভার উন্নতি হবে কবে,এটা নাকি মডেল তেমন তো উন্নতি দেখিনা,নেইকোন ময়লাফেলার ডাস্টবিন,পানি যাবার ব্যাবস্থা এগুলার উন্নতি চাই। 

#আর একটি বিষয় এখন নতুন রুপ নিয়েছে,দলের পরিচয় দিয়ে অনেকেই অনেক কুকম করছে এতে দলের ভাবমূতি নষ্ট হয় এ দিকে নজর দিবেন আশাকরি।

বিনীত

মোঃ আরিফুল ইসলাম

Avatar

Written By : Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নিজ নিজ এলাকার নাগরিকদেরদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্যগণ। এবার গাইবান্ধার এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। মাদকমুক্ত তরুণ সমাজ চাই এই শিরোনামে প্রশ্নটি করেন গোবিন্দগঞ্জের মোঃ আরিফুল ইসলাম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আবুল কালাম আজাদ এর উত্তর দেন।

এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর সৌরভ সাহা। আমার এমপি ডট কমের মাধ্যমে আপনিও আপনার এলাকার সমস্যা-সম্ভাবনার ব্যপারে স্থানীয় এমপিকে প্রশ্ন করতে পারেন।