View Question 3755 views
Subject : ফুলবাড়ী ইউনিয়ন ফুটানী বাজার হতে কইপাড়া পর্যন্ত রাস্তা পাকা করন প্রসঙ্গে।
Written By : Md Abdus Salam
মাননীয় এম.পি মহাদয়,
প্রথমে আমার সালাম নিবেন।
আমি মো: আব্দুস সালাম, ইউপি-সদস্য ০৬ নং ওয়ার্ড সদস্য, ফুলবাড়ী ইউনিয়ন।
মাননীয় এমপি মহোদ্বয়ের নিকট আমার আকুল আবেদন , ফুলবাড়ী ইউনিয়নের একটি মাত্র বাজার যে বাজারের মাত্র ০১ টি রাস্তা যে রাস্তাটি দীঘদিন ধরে আমরা ফুলবাড়ী ইউনিয়নবাসী পাকা করনের জন্য দাবী করে আসছি। কিন্ত দুখের বিষয় আজ অবধি রাস্তাটি পাকা করন হচেছ না যে রাস্তায় রয়েছে- ১।ইউনিয়ন পরিষদ ২। ইউনিয়ন ফেডারেশন ৩। সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এলাকা বাসীর পক্ষে আমার দাবী অতি তারা তারী রাস্তাটি পাকাকরন করে অত্র এলাকার জনগনকে কাদা মাখা রাস্তা থেকে মুক্ত করবেন।
Written By : Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ
Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ MP has replied at #AmarMP.com regarding a local road reconstrcution.