View Question 3326 views
Subject : অসহায় গ্রামবাসীর উপর জুলুম ও অত্যাচার রোধে প্রসাশনিক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে
Written By : Nur Rabbani Nur
মাননীয় এম.পি মহাদয় প্রথমে আমার সালাম নিবেন।
আল্লাহর রহমতে ভাল আছেন। আমি নুর রব্বানী, ১ নং কামদিয়া ইউনিয়নের পাড়াবড় গ্রামের । বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি । গোবিন্দগঞ্জ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত গত ৭ই এপ্রিল ২০১৭,শুক্রবার, নবীন বরণ, পুরস্কার বিতরণী,বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং আমাদের সহযোগিতা করে আপনি আমাদের ধন্য ও গর্বিত করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
অনেকদিন আগে থেকেই ১ নং কামদিয়া ইউনিয়নের পাড়াবড়গ্রাম গ্রামের কিছু লোক আপনার লোক বলে নিজেকে পরিচয় দিয়ে আশে পাশের গ্রামের ও নিজের গ্রামের লোকজনদের উপর জুলুম অত্যাচার ও মারামারি করছে। স্যার এতে আপনার জনপ্রিয়তা অনেকাংশে লোপ পাচ্ছে। আমার জানামতে, আপনি আমাদের উপজেলার সবরকম অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে থেকে উন্নয়ন করে যাচ্ছেন। আশা করি তাদেরকে খুজে বের করে বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিবেন।
ধন্যবাদ।
Written By : Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ
Md. Abul Kalam Azad MP replied at #AmarMP.com regarding torture to villagers.