View Question 3491 views

Subject : মাদক ও জুয়া বন্ধ প্রসঙ্গে

Avatar

Written By : md parvez sarker

আসসালামু আলাইকুম 

জনাব

আশা করি ভাল আছেন।আমি পারভেজ সরকার। আমার বাসা তালুককানুপুর ইউনিয়নের  মথুরাপুর এলাকায়। দীর্ঘদিন হলো জামালপুর মথরাপুর এলাকায় মাদক ব্যবসা ও জুয়া মারাত্মক আকার ধারন করছে। এতে করে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।  সবচেয়ে দুঃখের বিষয় হলো যারা এসবের সাথে জড়িত তারা আপনার এবং বাংলাদেশ আওয়ামীলীগ এর নাম ব্যবহার করছে। আমি মনে করি এতে করে দল ও আপনার ভাবমূর্তি এলাকায় নষ্ট হচ্ছে।পুলিশ প্রসাশন তাদের কাছে টাকা খেয়ে ব্যবস্থা নিচ্ছে না।

আমার প্রশ্ন হলো আপনি এ ব্যপারে কি পদক্ষেপ নিবেন।

আপনার সুস্থতা কামনা করছি।

ধন্যবাদ

Avatar

Written By : Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ

Public

Md. Abul Kalam Azad MP replied at #AmarMP.com regarding Gambling and Drug Issues.