View Question 3518 views

Subject : ১৭ নং শালমারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উজিরের পাড়া বাইগুনী গ্রামে দ্রুত বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে।

Avatar

Written By : জান্নাতুন ফেরদৌস মারুফা ( Jannatun Ferdous Marufa )

মাননীয় সংসদ সদস্য মহোদয়, 

প্রথমে আমার সালাম গ্রহন করবেন। আশা করি ভাল আছেন। আমি জান্নাতুন ফেরদৌস মারুফা, পিতাঃ সাজেদুর রহমান বাদশা, ১৭ নং শালমারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উজিরের পাড়া বাইগুনী গ্রামের বাসিন্দা। আমি বগুড়ায় সরকারী আযিযুল হক কলেজে দর্শন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী।

আমাদের উজিরের পাড়া বাইগুনী গ্রামের অবস্থা খুবই সংকট। গোবিন্দগঞ্জের বিভিন্ন ইউনিয়নে বিদ্যুতের ভাল সরবরাহ থাকলেও আজও আমাদের গ্রামে বিদ্যুৎ পৌছায়নি । এর আগের মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী প্রতিজ্ঞা করলেও তা রক্ষা করতে পাএন নি। বিনয়ের সাথে বলতে চাই, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে  দুটি সেন্টারে পূনরায় নির্বাচনের প্রচারণায় আপনি আমাদের গ্রামে এসে কথা দিয়েছিলেন আগামী এক মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করবেন। কিন্তু আজও তা সরবরাহ করা হয় নি। 

আপনার উপর আস্থা রেখে জানতে চাই, আমাদের গ্রামের মানুষ আপনার বিদ্যুৎ সরবরাহের মাধমে এই অন্ধকার দুর্দশা থেকে কবে মুক্ত হবে? আপনার দ্রুত সদয় দৃষ্টি কামনা করছি।

ধন্যবাদ।

Avatar

Written By : Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ

Public

Md. Abul Kalam Azad MP replied at #AmarMP.com regarding electricity connection at Baiguni Village.