View Question 3816 views

Subject : শিবপুর ইউনিয়নের দলবাড়ি ( আজাদটেকর ) গ্রামে দ্রুত বিদ্যুৎ চাই ।

Avatar

Written By : Md Harunur Rashid

মাননীয় সংসদ সদস্য মহোদয়, 

প্রথমে আমার সালাম গ্রহন করবেন। আশা করি ভাল আছেন। আমি মোঃ হারুনুর রশিদ, পিতাঃ মোঃ আব্দুর রাজ্জাক, ১৫ নং শিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের বাসিন্দা। আমি বগুড়ায় সরকারী আযিযুল হক কলেজে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৪ র্থ বর্ষের পরীক্ষা দিয়েছি। 

মহোদয়ের নিকট বিণীত নিবেদন এই যে, আমাদের উপজেলার ১৫ নং শিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দলবাড়ী গ্রামে আজ অবধি বিদ্যুৎ সরবরাহ না করায় এলাকার মানুষদের মনঃকষ্ট রয়ে গেছে। গোবিন্দগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে অনেক গ্রামেই আপনি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। আপনি আমাদের গোবিন্দগঞ্জের মাটি ও মানুষের নেতা, সেই জন্যই আপনার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। 

আপনার কাছে বিণীত অনুরোধ, শিবপুর ইউনিয়নের দলবাড়ি ( আজাদটেকর ) গ্রামে দ্রুত বিদ্যুৎ সরবরাহ করে আপনি আপনার উন্নয়ের হাতকে আরো শক্তিশালী করবেন।

সর্বোপরি, আমি সর্বদাআপনার সুস্থতা কামনা করি।

ধন্যবাদ।

Avatar

Written By : Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ

Public

Md. Abul Kalam Azad MP replied at #AmarMP.com regarding electricity crisis at Shibpur Village.