View Question 3470 views
Subject : গোবিন্দগঞ্জের সড়ক দূর্ঘটনা এড়াতে ওভার ব্রীজের প্রয়োজনীয়তা প্রসঙ্গে
Written By : Ujjal Houqe Prodhan
মাননীয় সংসদ সদস্য মহোদয়,
প্রথমে আমার সালাম গ্রহন করবেন। আশা করি ভাল আছেন। আমি আপনার স্নেহধন্য মোঃ উজ্জ্বল হক প্রধান। সোশ্যাল মিডিয়াতে আপনার অংশগ্রহন এবং জনগণের কাছে নিজেকে বন্ধুত্বপূর্ণ উপস্থাপন করার প্রক্রিয়াটি খুব প্রশংসনীয়। আপনিই গোবিন্দগঞ্জের প্রথম ও একমাত্র সংসদ সদস্য, যিনি জনগণের দুঃখ-কষ্ট বোঝেন এবং দ্রুত সমাধান করেন।
গোবিন্দগঞ্জের সড়ক দুর্ঘটনা ক্রমেই বেড়ে গেছে। আপনি অতি সম্প্রতি সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ শীর্ষক সভা করেছিলেন। আমরা গোবিন্দগঞ্জবাসী এই সভার মধ্য দিয়ে উপকৃত হব বলে আশা করি।
যদি গোবিন্দগঞ্জের সড়ক দূর্ঘটনা আমরা এড়াতে চাই তাহলে প্রয়োজন চারটি ওভার ব্রীজ। ব্রীজগুলি হতে হবেঃ (১)চৌরঙ্গির মোড়ে, (২)রাজমতির মোড়ে, (৩)থানা মোড়ে, (৪)হাসপাতাল মোড়ে।
বিনয়ের সঙ্গে জানতে চাই, ব্যাপারটি বিষেষ বিবেচনায় নিয়ে জনগনের কলাণে সড়ক দূর্ঘটনা এড়াতে ওভার ব্রীজ গুলো দ্রুত স্থাপন করা সম্ভব হবে কি না ?
বিনীত
আপনার স্নেহের
মোঃ উজ্জ্বল হক প্রধান।
Written By : Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ
Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ MP replied at #AmarMP regarding the necessity of a foot overbridge.