View Question 3574 views
Subject : কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে অতি দ্রুত নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রসজ্ঞে।
Written By : Tanjimul Hasan
মাননীয় এমপি মহোদয়,
প্রথমে আমার সালাম নিবেন, আশা করি আল্লহর রহমতে ভালো আছেন?
আমি কামারদহ ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান মরহুম মোমিরুল হাসান সিজুর ছেলে মো:তানজিমুল হাসান তানজিম।
কামারদহ ইউনিয়েনের রাজধানী ফাঁসিতলা আর এর ফাঁসিতলা থেকে ২ কি:মি পশ্চিমে সবুজ শ্যামলে ভরা একটি গ্রাম নাম তার ঘোড়ামারা।আমি এই ঘোড়ামারা গ্রামের একজন বাসিন্দা।প্রায় তিন থেকে চার হাজার লোকের বসবাস আমাদের এই গ্রামে।কামারদহ ইউনিয়ের মধ্যে আয়তনে সবচেয়ে বড় আমাদের এই গ্রাম।কিন্তু দুঃখ জনক হলেও সত্য আজ সারা বিশ্ব যখন বিদ্যুৎ নির্ভরশীল ঠিক সেই সময় আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত।নিজেদের কে বার বার ছোট মনে হয় যে কোন গ্রামে বাস করি আমরা যেখানে আজো বিদ্যুৎ পৌছাইনি।মাননীয় এমপি মহদয় আমাদেরও তো ইচ্ছা হয় একটু রুমে বিদ্যুতের বাতি জ্বালীয়ে পড়াশুনা করতে,অবসর সময়ে টেলিভিশনের সামনে বসে সরকারের উন্নয়ন মুখী কাজ গুলো দেখতে।বন্ধু বান্ধব কে বলতে নিজেকে খুব ছোট লাগে যে আমাদের গ্রামে বিদ্যুৎ নেই।আমার জানামতে আমাদের গ্রামের অনেক গন্য মান্য ব্যাক্তিবর্গ আপনার সাথে বিদ্যুৎ সংযোগ নিয়ে আলোচনা করেছে।আপনি তাদের আশ্বাস দিয়েছেন।আপনি যখন ফাঁসিতলা দ্বী-মূখি উচ্চ বিদ্যালয়ের নতুন বিল্ডিং এর কাজ উদ্ভবন করতে এসেছিলেন আমি নিজেও আপনাকে বিদ্যুৎ ব্যাপারে প্রশ্ন করেছিলাম।আপনি বলেছিলেন বাবা আমি ব্যাপার টা দেখবো।সাপ্তাহিক সুদিনের বার্তা পত্রিকায় যখন গোবিন্দগঞ্জ থানার উন্নয়নের ছবি গুল দেখি তখন আপনার প্রশাংসা না করে থাকতে পারি না।
বর্তমানে আপনি আমাদের শেষ আশ্রয়স্থল।
আমরা ঘোড়ামারা বাসি আপনার কাছে আশা রাখবো আমাদের গ্রাম কে আপনার নিজ গ্রাম মনে করে দয়া করে অতি দ্রুত নতুন বিদ্যুৎ সংযোগের ব্যাবস্থা করে দিবেন।
ধন্যবাদ।
Written By : Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ
Md. Abul Kalam Azad MP replied at #AmarMP.com regarding electricity connection at Ghoramara village.