View Question 3424 views

Subject : সাহেবগঞ্জে শহীদ মিনার নির্মান প্রসঙ্গে

Avatar

Written By : সুবর্ণ গৌতম মোহন্ত ( মিথুন)

মাননীয় সংসদ সদস্য মহোদয়, 

আদাব নিবেন। আশা করি ভাল আছেন। আমি সুবর্ণ গৌতম মোহন্ত ( মিথুন) , সাহেবগঞ্জ বাজারে আমার বাড়ি। 

মাননীয় মহোদয় খুবই দুঃখের সঙে বলতে হচ্ছে,  ভাষা আন্দলনের ৬৫ বছরেও সাহেবগঞ্জে কোন শহীদ মিনার তৈরী হয়নি।  এখানে একটি হাইস্কুল, ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বাজার থাকা সত্যেও শহীদ মিনার তৈরী হয়নি ।আনর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রূয়ারীতে ভাষা শহীদেরদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী দেওয়ার জন্য অবশ্যই  অন্ততঃপক্ষে একটি শহীদ মিনার নির্মান  প্রয়োজন। 

মহোদয়ের নিকট আকুল আবেদন,  সাহেবগঞ্জ বাজারে অন্ততঃ  একটি শহীদ মিনার নির্মানের  মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বদ্ধ করণে সহযোগিতা করবেন।

বিনীত

সাহেবগঞ্জ এলাকাবাসীর পক্ষেঃ 

সুবর্ণ গৌতম মোহন্ত ( মিথুন) , ০১৭১৫৫৯৭৩৫২

Avatar

Written By : Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ

Public

Md. Abul Kalam Azad MP replied at #AmarMP.com regarding erecting a Shaheed Minar at Shahebganj.