View Question 2519 views

Subject : দরবস্ত ইউনিয়নের পোড়াদহ বাজার হতে শিকশহর ব্রীজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা পাঁকাকরণ প্রসঙ্গে।

Avatar

Written By : Al Amin

মাননীয় এম.পি মহোদয়,

আমার সালাম নিবেন। আশাকরি মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আমি মোঃ আল-আমিন সরকার দরবস্ত ইউনিয়নের বাসিন্দা। আমরা গোবিন্দগঞ্জবাসী  গর্বিত আপনাকে সংসদ সদস্য হিসেবে পেয়ে। 

মাননীয় এম পি মহোদয়, আপনি অবগত আছেন যে,  পোড়াদহ বাজার হতে শিকশহর ব্রীজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা আজ অবধি কাঁচা আছে। দরবস্ত ইউনিয়নের অন্যান্য এলাকার রাস্তা পাঁকা হলেও, আমাদের এই রাস্তাটি এখনও পাঁকা হয় নি। সামনে বর্ষা কাল, এতে এলাকার জনগণের প্রতিবারের ন্যায় খুবই সমস্যা হবে। 

বিনীত প্রার্থনা এই যে, পোড়াদহ বাজার হতে শিকশহর ব্রীজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা খুব দ্রুত সম্ভব পাঁকাকরণে আপনার মর্জি হয়।

বিনীত,

মোঃ আল-আমিন সরকার।