View Question 2624 views

Subject : দরবস্ত ইউনিয়নের নলডাঙ্গা গোবিন্দপুর প্রধানপাড়ায় বিদ্যুৎ চাই ।

Avatar

Written By : Sohel Rana

মাননীয় সংসদ সদস্য,

আমি মোঃ সোহেল রানা,  আপনার নির্বাচনী এলাকার অন্তর্গত দরবস্ত ইউনিয়নের নলডাঙ্গা গোবিন্দপুর প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। গোবিন্দগঞ্জ উপজেলার যে অল্প কয়টি গ্রামে এখনও বিদ্যুত সংযোগ পৌঁছায়নি  গোবিন্দপুরের প্রধানপাড়া তার মধ্যে একটি । আশেপাশের সবগুলো গ্রামে বিদ্যুতের সংযোগ থাকলেও এ গ্রামটি রয়ে গেছে সেই প্রাচীন অন্ধকারেই। বছরের পর বছর ধরে জনপ্রতিনিধির পরিবর্তন ঘটলেও পরিবর্তন ঘটেনি এ গ্রামের মানুষের ভাগ্যের । 


মাননীয় স্যার ,আমার প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য  আমাদের করনীয় কি এবং আর কত অপেক্ষা করতে হবে ?  এ ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিবেন ? আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। 

সবশেষে  প্রশ্ন উত্তরের চমৎকার এই প্লাটফর্মের জন্য আপনাকে ও সংশ্লিষ্ট  সকলকে অশেষ ধন্যবাদ ।আপনার দীর্ঘায়ু  ও  সুস্থতা কামনা করছি ।

ইতি-
আপনার বিশ্বস্ত

সোহেল রানা।