View Question 2609 views

Subject : ইভটিজিং প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা প্রসঙ্গে ।

Avatar

Written By : Mitho

মাননীয় সংসদ সদস্য মহোদয়, 

প্রথমে আমার সালাম গ্রহন করবেন। আশা করি ভাল আছেন। আমি মোঃ মিঠু মিয়া, শালমারা ইউনিয়নের একজন বাসিন্দা। আপনার সুনাম আজ দেশের বিভিন্ন জেলায় উচ্চারিত হচ্ছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। 

মাননীয় মহোদয়, আমাদের উপজেলায় বিভিন্ন উন্নয়ন সাধিত হলেও আজো ইভটিজিং প্রতিরোধে  প্রশাসনিক ভাবে কঠোর ব্যবস্থা নিতে পারে নি। গত কয়েক দিন আগে আমাদের ইউনিয়নে ইভটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে অপ্রাধীদের হাতে চরম জখম হয়েছেন। এতে শিক্ষক সমাজ লাঞ্চিত ও সচেতন নাগরিক সমাজ লজ্জিত হয়েছে।

মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, ইভটিজিং কে কঠোর হস্তে দমন করে সব রকম ব্যবস্থা দ্রুত গ্রহন করে গোবিন্দগঞ্জবাসীকে সামাজিক ব্যাধি থেকে মুক্ত করবেন।