View Question 1352 views

Subject : গোবিন্দগঞ্জে ন্যাশনাল সার্ভিস চালু প্রসঙ্গে।

Avatar

Written By : Md Abdur Nur

 মাননীয় এম.পি মহোদয়,

আসসলামু আলাইকুম । আশা করি ভাল আছেন।

মাননীয় সংসদ সদস্য মহোদয় আপনি জানেন যে, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ডের সিধান্তের  মধ্যে অন্যতম দেশে বিভিন্ন  জেলার উপজেলায় ন্যাশনাল সার্ভিস চালুর সিদ্ধান্ত। এর মাধ্যমে অনেক শক্কিত যুবক-যুবতী চাকুরীর সুযোগ পাচ্ছে।

মাননীয় এমপি মহোদয় আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাই,  আমাদের গাইবান্ধা-০৪ আসনের গোবিন্দগঞ্জ উপজেলায় কবে নাগাদ ন্যাশনাল সার্ভিস চালু হবে ?

আপনার সর্বদা সাফল্য ও দীর্ঘায়ু কামনায় --

মোঃ আব্দুর নূর