View Question 3036 views

Subject : গোবিন্দগঞ্জ কে জেলা করণ পদক্ষেপ কি?

Avatar

Written By : Md.Ariful islam

আসসালামু আলাইকুম। মাননীয় সংসদ সদস্য, আমি ৩২, গাইবান্ধা ০৪, গোবিন্দগঞ্জ উপজেলার নাগরিক এবং বর্তমানে ঢাকায় পড়াশুনা করছি। আমাদের গোবিন্দগঞ্জের সকল নাগরিকের অনেক দিনের চাওয়া গোবিন্দগঞ্জ কে জেলা হিসাবে দেখা,আমরা সকলেই জানি গোবিন্দগঞ্জে একটি জেলা হিসাবে সব রকম ব্যাবস্থা আছে যা গাইবান্ধা জেলাতেও নাই,গোবিন্দগঞ্জে আছে নাম্বার 1পৌরসভা, প্রথম মত গোবিন্দগঞ্জের বুকের উপর দিয়ে বয়ে গেছে উওর বঙ্গের সাথে যোগাযোগের মূল সরক আরো আছে নানা রকম ব্যাংক যা একটি জেলাতেও নাই আরও অনেক কিছু আপনি সবকিছু অবগত আছেন আমাদের সকলের দাবি "গোবিন্দগঞ্জ জেলা" গোবিন্দগঞ্জ নাগরিকদের প্রত্যাশা আপনার মাধ্যমে গোবিন্দগঞ্জ জেলা হক। "এখন আমার প্রশ্ন হলো আপনার এরকম কোন পরিকল্পনা আছে কী"? ধন্যবাদান্তে, মো:আরিফুল ইসলাম গোবিন্দগঞ্জ, পৌরসভা