View Question 2570 views

Subject : গোবিন্দগঞ্জ উপজেলায় আধুনিক খেলার মাঠ, ক্রিয়া কমপ্লেস্ক ও বিনোদন কেন্দ্র নির্মান এখন সময়ের দাবী।

Avatar

Written By : Omar Faruk

মাননীয়  এমপি মহোদয়,

সালাম নিবেন। আমি মোঃ ওমর ফারুক, আপনার নির্বাচনী এলাকা গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।গোবিন্দগঞ্জ উপজেলার মানুষ খেলাধুলা ও বিনোদন প্রিয় এবং আপনি জানেন স্বল্প সুযোগ সুবিধার পরও এই উপজেলার ছেলে মেয়েরা খেলাধুলার  যে কোন ইভেন্টে জেলা পর্যায়ে অন্য  উপজেলার তুলনায়  ভাল  পারফর্ম করে।

তাই খেলাধুলার মান উন্নয়নের জন্য একটি ক্রিয়া কমপ্লেস্ক ও একটি আধুনিক স্টেডিয়াম এবং সাধারন মানুষের বিনোদনের জন্য একটি বিনোদন পার্ক গোবিন্দগঞ্জ এ স্থাপনের কোন উদ্যোগ নেয়া যায় কিনা এ ব্যাপারে মাননীয় এমপি মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি।

আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় - -  -

গোবিন্দগঞ্জ উপজেলাবাসির পক্ষেঃ

মোঃ ওমর ফারুক