View Question 2383 views

Subject : এলাকার বিধবা মহিলাদের বিধবা ভাতা প্রসঙ্গে

Avatar

Written By : pollob rana parves

মাননীয় এমপি মহোদয়, সালাম নিবেন।

আমি মো:পল্লব রানা পারভেজ। আমি নটরডেম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।আমার দেশের বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আমার এলাকার ২জন মহিলা খুবই করুণ অবস্হা।তারা খুব অসহায়। তাদের অসহায়ত্ব আমার বিবেককে নাড়া দিয়েছে। তাদের অবস্হা এতই করুন যে তারা তিনবেলা ঠিকভাবে খেতে পারে না। তারা হতদরিদ্র।আমারএমপি ডট কমের কাছে আকুল আবেদন তাদের জন্য বিধাতা ভাতার ব্যবস্থা করা হোক।

তারা আমারএমপি ডট কমের কাছে চির কৃতঙ্গ থাকবে। নিচে তাদের পরিচয় পত্র দেওয়া হল। 

নিবেদক, 
 
পল্লব রানা
সভাপতি
নটরডেম বিজনেস ক্লাব
01951390086