View Question 2521 views

Subject : গোবিন্দগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে।

Avatar

Written By : Sabbir Hasan

মাননীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, একটু প্রসঙ্গ টেনে আপনার কাছে জানতে চাই।

উল্লেখ্য:- আপনি এমপি নির্বাচিত হবার পর, গোবিন্দগঞ্জের যে পরিমান উন্নয়ন হয়েছে যা সাধীনতা পরবর্তী কোন সরকার বা এমপি দ্বারা সম্ভব হয়নি । অথচ আপনার এ পর্যন্ত ৪ বৎসরে গ্রামীন অবকাঠামো নির্মান, ও পূনরনির্মান হয়েছে রেকড পরিমান, এবং গোবিন্দগঞ্জ হাই স্কুল ও ডিগ্রী কলেজ , সরকারী করন করা হয়েছে । আপনার উন্নয়নের কথা সল্প পরিসরে লিখে শেষ করা যাবেনা ।

আমার প্রশ্ন: আগামীতে এমপি নির্বাচিত হলে, ধারাবাহিক আধুনিক গোবিন্দগঞ্জ বিনির্মানে আপনি আরো কি কি পদক্ষেপ গ্রহন করবেন ।

বিনিত- সাব্বির হাসান চমন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ।