View Question 1947 views

Subject : বিআরটিসি বাসে যাতায়াতে সমস্যা।

Avatar

Written By : Hannan Hossain

প্রিয় স্যার,

আস্সালামু আলাইকুম, আমার নাম আঃ হান্নান হোসাইন। ঠিকানাঃ পুনতাইড়, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। আমি পটুয়াখালী পলিটেকনিক এ পড়াশুনা করি। প্রায় যাতায়াতের জন্য গোবিন্দগঞ্জ থেকে বিআরটিসি বাসে করে যাতায়াত করতে হয়। কিন্তু বাস গুলো লক্কর ঝক্কর মার্কা। সবগুলোতে বৃষ্টির দিনে পানি পরে। তাই আমার প্রশ্ন হচ্ছে- এই ডিজিটাল যুগে এসে সরকারী ফিটনেস বিহীন গাড়ী গুলো কিভাবে রাস্তায় চলে। আর আমাদের এতো কষ্ট করে এতোদুরের জার্নি  এই ফিটনেস বিহীন বাসে করতে হয় কেন। দয়া করে উপরে বিষয়টি অবগত করে জনগনের দুঃখগুলো ঘুছুন।