আমি নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের এক সাধারণ লোক। সমসাবাদ গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত ছিল একটি খাল। সাত থেকে আট বছর পূর্বে খালটি ভরাট করা হয়। কিন্তু খালটি পুরিপূর্ণভাবে ভরাট করা হয়নি। তাই আমরা গ্রামবাসীরা এই খালকে রাস্তা হিসেবে ব্যাবহার করতে পারছি না।
প্রায় সাত থেকে আট বছর যাবত আমরা এই দূর্ভোগে আছি।
#আপনি কী আমাদের খালটা পরিপূর্ণ ভরাট করে রাস্তার ব্যবস্তা করে দিবেন?